হোম খুলনাসাতক্ষীরা মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণা

মৃত্যুঞ্জয় কুমার ও আবু তাহেরের নেতৃত্বে প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কমিটি ঘোষণা

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:
প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি (২০২৬) ঘোষণা করা হয়েছে। ষষ্ঠ জাতীয় বন্ধু সমাবেশে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি, বিতার্কিক, সংগঠক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক নতুন এই কমিটির নাম ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে সাতক্ষীরা বন্ধুসভার ঘোষিত ২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে।
টানা দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন কবি ও সাহিত্যিক মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সংগঠক মো. আবু তাহের বিল্যাহ।
ঘোষিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মো. রাহাতুল ইসলাম ও মোঃ রুহুল আমিন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক মলয় কান্তি মন্ডল ও মো. মোকাররাম বিল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক করিমন নেছা শান্তা, সহ সাংগঠনিক সম্পাদক মো. নাইমুর রহমান নাঈম, অর্থ সম্পাদক জান্নাত আলম, দপ্তর সম্পাদক হৃদিতা আজাদ নিধি, প্রচার সম্পাদক সবুজ তরফদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক সুদিপ্ত দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, জেন্ডার ও সমতা বিষয়ক সম্পাদক ইফতি জামিল, প্রশিক্ষণ সম্পাদক হৃদয় মন্ডল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাশ্বত পার্থিব, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক শারমিন আক্তার রিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এস.এম. ওসমান গণি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ইমতি জামিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তানভির আহমেদ, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, বইমেলা সম্পাদক কাজী রুবায়েত, কার্যনির্বাহী সদস্য মো. গোলাম হোসেন, মো. হোসেন আলী ও কর্ণ বিশ্বাস।
নবনির্বাচিত সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, আমাদের লক্ষ্য যুবসমাজকে সক্রিয়, সৃজনশীল এবং সমাজে দায়িত্বশীল করে তোলা। পাঠচক্র, সাংস্কৃতিক চর্চা, সমাজকল্যাণ, পরিবেশ সচেতনতা ও ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে আমরা এটি বাস্তবায়ন করতে চাই।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন