হোম খুলনানড়াইল মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, মুদ্রাস্ফীতি, ভ্যাট-ট্যাক্স বৃদ্ধিসহ জীবন ধারনে দৈনন্দিন অপরিহার্য নানা দ্রব্যসামগ্রির ক্রমবর্ধান মূল্যবৃদ্ধির প্রতিবাদে নড়াইলে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট বুধবার (১২ফেব্রæয়ারি) বেলা ১২টার দিকে এ কর্মসূচী নিয়ে দলের নেতাকর্মীরা রাজপথে নেমে মিছিল ও সমাবেশ করে ।

নড়াইল শহরের জেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় লাল পতাকা হাতে মিছিলকারিরা বর্তমান সরকারের নানা কর্মকান্ডের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে । জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট্রের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিপুর নেতৃত্বে মিছিলে নড়াইল জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জাতীয় কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি আহম্মেদ বিশ্বাসসহ মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি, গ্যাস, বিদ্যুৎ পানির দাম বাড়ানোসহ প্রত্যাহিক নানা সামগ্রির দাম বাড়ানোর অভিযোগ করে বর্তমান সরকারের নানা কর্মকান্ডের সমালোচনা সহ জনস্বার্থে অবিলম্বে জিনিসিপত্রের দাম মাহুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন