ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা মূলঘর ইউনিয়নের বৈলবাড়ি কাচা রাস্তাটি অবশেষে ইটের সলিং দ্বারা নির্মান করায় স্থানীয়দের মাঝে যেন স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে,রাস্তাটি দীর্ঘদিন কাচা রাস্তা থাকায় চলাচলে অনুপোযোগি হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে সমস্যায় পড়তে হয়েছে।
অবশেষে মূলঘর ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে উক্তরাস্তাটি ইটের সলিং দ্বারা নির্মিত হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সরদার আব্দুল কুদ্দুসএ প্রতিবেদককে জানান, রাস্তাটি ছিল অবহেলিত উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন সহ মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড:হিটলার গোলদারের সহযোগিতায় ২লক্ষ টাকা ব্যায়ে কাচা রাস্তাটি অবশেষেইটের সলিং দ্বারা নির্মিত হচ্ছে।
তিনি আরও বলেন অত্র রাস্তার দৈর্ঘ ১৩৫মিটার, প্রস্থ ১.৯৮০ মিটারের কাজ হচ্ছে। এখনও রাস্তার কিছু অংশ কাচা থেকে যাচ্ছে। এছাড়াও অত্র ওয়ার্ডে কয়েকটি কাচা রাস্তা রয়েছে যা সংস্থারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মো: শহিদ উদ্দিন ও তহমিনা আক্তার রেভা সহ স্থানীয় কয়েকজনের সাথে আলাপকালে তারা জানান, রাস্তাটি ইটের সলিং হওয়ায় তারা খুশি। তবে রাস্তাটি সম্পুর্ন ইটের সলিং করা হলে বেশী উপকার হতো। এই রাস্তা দিয়ে প্রতিদিন সৈয়দ মহল্লা ও কাকডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলের মানুষ যাতায়াত করে থাকেন। রাস্তাটি সংস্কার হওয়ায় এলাকাবাসী চলাচলে সুবিধা হবে