স্পোর্টস ডেস্ক:
আসন্ন আইপিএলের ১৭তম আসরে চেন্নাই সুপার কিংসে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালসের পর এবার চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে দেখা যাবে বাংলাদেশের পেসারকে। এ দিকে দলে ভিড়িয়ে চেন্নাই বাংলায় স্বাগত জানিয়েছে মুস্তাফিজকে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হয় ২০২৪ আইপিএলের মিনি নিলাম। সেখানে ২ কোটি ৬৩ লাখ টাকার ওপরে (২ কোটি রুপি) খরচ করে মুস্তাফিজকে কিনে নেয় চেন্নাই।
দলে নেওয়ার পরে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে মুস্তাফিজকে স্বাগত জানায় চেন্নায় সুপার কিংস। সেখানে একটি পোস্টে ফ্রাঞ্চাইজিটি বাংলায় লিখেছে, ‘চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর!’ এই পোস্টের ওপরে ইংরেজিতে লেখা ছিল, ‘Speeding down the Bangla coast!’ সেইসঙ্গে বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরা একটি ছবি শেয়ার করেছে দলটি। এর আগে আরও একটি পোস্টে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের ছবি শেয়ার করে লিখেছে, ‘MUZZ-ART OF MADRAS! Welcome to the pride, Rahman!’
নিলামের জন্য বাংলাদেশের একাধিক ক্রিকেটার নাম দিলেও শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় ছিলেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তবে অনুমতি না পাওয়ায় নিলাম শুরুর আগে নিজেদের নাম সরিয়ে নেন তাসকিন ও শরিফুল। অন্যদিকে বিশেষ শর্তে অনুমতি পান মুস্তাফিজ।
নিলামে থাকা একমাত্র এ বাংলাদেশিকে শেষ মুহূর্তে দর কষাকষির জন্য তোলা হলে আগ্রহ প্রকাশ করে চেন্নাই। অন্য কোনো দল আগ্রহ প্রকাশ না করায় ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই টাইগার পেসারকে নিজেদের করে নেয় আইপিএলের পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
এর আগে গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। আইপিএলে তার অভিষেক ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। অভিষেক আসরেই হায়দরাবাদের হয়ে শিরোপা জেতেন টাইগার পেসার। এরপর ২০১৮ সালে তাকে দলে টানে মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২১ আসরে তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। আর সবশেষ দুই আসরে খেলেন দিল্লি ক্যাপিটালসে। এবার তার গন্তব্য মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।