হোম খেলাধুলা মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ভারতের পর বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হেরেছে টাইগাররা। কিউইদের বিপক্ষে ব্যর্থ ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর।

সিনিয়র ক্রিকেটাররা আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারেন না উল্লেখ করে একসময় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ জাফর বলেন, ‘আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, যেখানে তিনি ব্যতিক্রমী পারফর্মার ছিলেন। আমি জানি না এটি চাপের কারণে হয় কি না, নাকি তারা নিজেরাই অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা যেন ঠিক পারফর্ম করতেই পারে না।’

ভারতের সাবেক ওপেনার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ ওয়াসিম জাফর।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের সিনিয়র নির্ভরতার সমালোচনাই করেছেন জাফর। তিনি বলেন, ‘আজকের শট নির্বাচনও খুব হতাশাজনক ছিল। মুশফিক যে শটটি খেললেন, মাহমুদউল্লাহর সেই বেহিসাবি শট—এটি তো বাঁচা-মরার ম্যাচ ছিল। এ ধরনের ম্যাচে আপনি চান যে তারা সামনে এসে দলকে জেতানোর জন্য খেলুক। কিন্তু দুর্ভাগ্যবশত, আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০ রান করে যেত বলে মনে করেন জাফর। তিনি বলেন, ‘ওই পিচে সহজেই ৩০০-এর বেশি রান করা যেত। বাংলাদেশের ব্যাটারদের নিজেদেরই দোষ দেওয়া উচিত। বোলারদের কাছে এটা অনেক বেশি চাওয়া যে, তারা নিউজিল্যান্ডকে ২৪০ রানের নিচে অলআউট করবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন