হোম খেলাধুলা মুরশিদার নৈপুণ্যে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং সংগ্রহ

স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংটা মন্দ হলো না বাংলাদেশের। মুরশিদা খাতুনের দারুণ ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ইস্ট লন্ডনে শনিবার (১৬ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওভার শেষ হয়ে যাওয়ায় অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন ওয়ান ডাউনে নামা মুরশিদা খাতুন। ৯১ রানে অপরাজিত থাকেন তিনি।

এদিন ব্যাট করতে নেমে টাইগ্রেসদের ভালো শুরু এনে দেন শামিমা-ফারজানা জুটি। ১৪.২ বল স্থায়ী জুটিতে আসে ৬৬ রান। এলিজ-মারি ম্যাক্সের বলে শামিমা উইকেটের পেছনে ধরা পড়লে এই জুটি ভাঙে। ৪৮ বলে ৫ চারে ৩৪ রান করেন শামিমা।

দ্বিতীয় উইকেট জুটিতে আরও ৫৪ রান যোগ করেন ফারজানা ও মুরশিদা। দলীয় ১১০ রানে টাকার এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৭৬ বলে ৩ চারে ৩৫ রান করেন ফারজানা।

তৃতীয় উইকেট জুটিতে দ্রুত রান তোলায় নজর দেন মুরশিদা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই জুটি ৮৭ বলে ৮০ রান যোগ করে। দলীয় ১৯০ রানে এমলাবার বলে বোল্ড হন ৪৮ বলে ৫ চারে ৩৮ রান করা জ্যোতি।

এরপর আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। স্বর্ণা ও মুরশিদার জুটি শেষ ৫৩ বলে ৬০ রান যোগ করে। সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ওভার না থাকায় আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে মুরশিদাকে। ১০০ বলে ১২ চারে ৯১ রানে অপরাজিত থাকেন তিনি। আরেক অপরাজিত ব্যাটার স্বর্ণা ২৮ বলে ২ চারে ২৭ রান করেন। জয়ের জন্য ২৫১ রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন