হোম আন্তর্জাতিক মুম্বাইয়ের একটি বাস স্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’, চলছে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরের বাস স্ট্যান্ডের নামকরণ হয়েছে ‘বাংলাদেশ’ নামে। শুক্রবার (১৬ জুন) ওই এলাকার নামকরণের পোস্টার টাঙানো হলে এনিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল বাদানুবাদ শুরু হয়। কেন হঠাৎ করে ওই বাস স্ট্যান্ডের নাম ‘বাংলাদেশ’ রাখা হলো। এর উত্তর দিতে পারেননি কেউ। তবে ‘শিরোনাম সংবাদ’ হিসাবে বিষয়টি এসেছে দেশটির জাতীয় গণমাধ্যমগুলোতে।

মহারাষ্ট্রের থানে জেলার এই এলাকার নাম ইন্দিরা নগর। শুক্রবার থেকে হঠাৎ ওই এলাকার বাসিন্দাদের একটি সংগঠনের পক্ষ থেকে ইন্দিরা নগর বাস স্ট্যান্ডের নাম পরিবর্তন করে নতুন নাম ‘বাংলাদেশ’ রাখা হয়।

আর তা নিয়ে ওই এলাকার মানুষের একটি অংশ তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন, এই ধরণের নাম রাখা হলে এলাকার প্রকৃত পরিচয়ে বিভ্রাট তৈরি হবে। তেমনি বাংলাদেশের মানুষের মনেও ক্ষোভ তৈরি হবে।

থানে জেলার উত্তানচকের মীরাভাইন্দার এলাকার ইন্দিরা নগরে মূলত বহু বাঙালি উদ্বাস্তুর বসবাস। যারা ১৯৪৭ সালের আগে কিংবা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ভারতে আশ্রয় নিয়েছিলেন। কিংবা মুক্তিযুদ্ধের পরও বিভিন্ন সময় যারা ভারতে এসেছেন, সেই রকম বাঙালি অধ্যুষিত এলাকা।

বাণিজ্যিক রাজধানী হওয়ায় কাজকর্ম ও রোজগার ভালো হওয়া ওই এলাকায় ক্রমেই বাড়ছে বাঙালির সংখ্যা। এই বাঙালিদের অধিকাংশেরই বাড়ি আবার পশ্চিমবঙ্গ রাজ্যে।

ভারতের একটি গণমাধ্যমের দাবি, শুক্রবার হঠাৎই বাসস্ট্যান্ডের নাম পরিবর্তন করে দেয়া পোস্টার নজরে আসে। তখন ইন্দিরা নগরের বেশ কিছু বাসিন্দা ‘বাংলাদেশ’ নামকরণের বিরোধিতা করেন।

তবে বিষয়টি নিয়ে থানে জেলা পুলিশ কিংবা মুম্বাই প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য প্রকাশ করেনি গণমাধ্যমগুলো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন