হোম রাজনীতি মুন্সীগঞ্জে মাহীসহ তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা

মুন্সীগঞ্জে মাহীসহ তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা

কর্তৃক Editor
০ মন্তব্য 75 ভিউজ

রাজনীতি ডেস্ক:

মুন্সীগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের মধ্যে থেকে আপিল করে মাহী বি. চৌধুরীসহ তিনজন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে আপিল শুনানি শেষে মুন্সীগঞ্জ-১ আসনের মনোনীত প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য মাহী বি. চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গেল ৩ ডিসেম্বর জামিনদার হিসেবে ঋণ খেলাপির কারণে মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শুরু হয়। রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে করা ৫৫৮টি আপিল আবেদনের বিপরীতে রোববার শুনানির প্রথমদিনে ৯৪ আপিলের ৫৬টি মঞ্জুর, ৩২টি নামঞ্জুর ও ৬টির আদেশ স্থগিত হয়।

শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্প ধারার প্রার্থী মাহী বি চৌধুরী, মুন্সীগঞ্জ-২ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বাচ্চু শেখ ও মুন্সীগঞ্জ-৩ আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মমতাজ সুলতান আহমেদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন