নড়াইল প্রতিনিধিঃ
ভূয়া মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু সহ জেলার অন্যান্য অমুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবীতে নড়াইলে মানববন্ধন হয়েছে। রবিবার(৩ নভেম্বর) বে্লা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে “প্রকৃত মুক্তিযোদ্ধা, ছাত্র ও সচেতন নাগরিক সমাজ”। মানবন্ধনে বক্তারা নড়াইলে মুক্তিযোদ্ধা পরিচয় দানকারী ক্ষমতা অপব্যবহারকারী এনামূল কবীর টুকুর মুক্তিযোদ্ধা সনদ বাতিলের আহবান জানানো হয়। মুক্তিযোদ্ধারা দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল এবং তাদের অর্জিত রাস্ট্রীয় ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ফেরত প্রদানের দাবী জানান।
ছবি:-স্মারকলিপি প্রদান
মানববন্ধনে বক্তব্য দেন যুদ্ধকালীন কমান্ডার শাইদুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান মোল্যা, মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান,মুক্তিযোদ্ধ্ রুনু হোসেনসহ সাংবাদিক এইস এম সিরাজ , জহির ঠাকুর,জিয়াউর রহমান জামী,হাফিজুল নিলু,তানজির হোসেন ও ছাত্র প্রতিনিধি নাসিম উদ্দিন সাকিব বক্তব্য রাখেন।
৭১ এর যুদ্ধকালীন কমান্ডার মো: শাহিদুর রহমান সেলিম বলেন এনামুল কবির টুকু আমার প্রত্যয়ন পত্র দিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে জানতে পেরেছি। কিন্তু আমি তাকে কোন লিখিত প্রত্যয়ন পত্র দেয়নি। সুতরাং সে আমার নামে ভুয়া প্রত্যয়ন তৈরি করে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। আমি তার মুক্তিযোদ্ধার সনদ বাতিল চাই। এবং এ যাবৎ কালে যেসব সরকারি টাকা অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করেছে সেগুলো যাবতীয় সরকারি অর্থ সরকারি কোষাগরে জমা দেওয়ার আহবান জানাচ্ছি। প্রতারণার দায়ে তাকে আইনের আওতায় আনতে হবে।
সাংবাদিকরা জানান,অনেক আগে থেকেই সকলেই ভুয়া মুক্তিযোদ্ধা টুকুর বিচার দাবি করেছেন। কিন্তু সামনাসামনি কেউ বলতে পারতো না তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে আমেরিকা প্রবাসী নড়াইলের কৃতি সন্তান নেওয়াজ মাহমুদ ভিকু প্রচার প্রচার না শুরু করেন।
পরে জেলা প্রশাসক ও তদন্ত কর্মকর্তা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে মুক্তিযোদ্ধারা ছাত্র সমাজের প্রতিনিধিরা ও স্মারকলিপি প্রদান করেন।সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সুস্থ তদন্তের আশ্বাস দেন ।