অনলাইন ডেস্ক:
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (৮ এপ্রিল) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ফান্ড কমিটি বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ এবং তা থেকে আয় সংক্রান্ত পর্যালোচনার জন্য ২০১১ সালে তৎকালীন সরকার এই কমিটি গঠন করেছিল। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এই ফান্ড কমিটি পরিচালনা করতো।