হোম Uncategorizedবাংলাদেশ মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিতের ঘটনায় প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা

মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিতের ঘটনায় প্রধান উপদেষ্টার তীব্র নিন্দা

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

অনলাইন ডেস্ক:
কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ ২৩ ডিসেম্বর (সোমবার) সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ডিসেম্বর (রবিবার) চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে লাঞ্ছিতের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত শুরু করে দোষীদের আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

স্থানীয় পুলিশের বরাতে ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধা আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি।

এ ছাড়া সবাইকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকতেও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন