নিউজ ডেস্ক:
একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
বুধবার (১৬ জুলাই) রাজধানীর উত্তরায় একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
হাফিজ উদ্দিন বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে দেশের জনগণকে স্বৈরাচারবিরোধী লড়াইয়ের জন্য প্রস্তুত করেছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল। জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। দেশে আর আওয়ামী বৈশিষ্ট্যের রাজনীতি চলতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘একটি পক্ষ জাতির ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরবগাথা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেক গণমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখেনি। যদিও আজও গণমাধ্যম পুরোপুরি চাপমুক্ত নয়।’
খসরু বলেন, ‘গণতন্ত্র ও গণমাধ্যম—দু’টি একে অপরের পরিপূরক। বিএনপি গত ১৬ বছর ধরে জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার রাজনীতি করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান বজায় রেখে নতুন বাংলাদেশের রাজনীতি গড়ে তুলতে হবে।’