হোম অন্যান্যসারাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি আছাদুজ্জামানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি আছাদুজ্জামানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 126 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মাগুরা-২ আসনের প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অপর্ণ শেষে শোক র‌্যালি বের করে।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে আছাদুজ্জামনের কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল প্রমুখ। স্মরণসভা বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মরহুমের রুহের মাহফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন