অনলাইন ডেস্ক:
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য জরুরি ওষুধ ও ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে ত্রাণসামগ্রী নিয়ে আর্মি এভিয়েশনের একটি বিমানে এসব ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ পাঠানো হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে বাংলাদেশ থেকে মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরি ত্রাণ সামগ্রী হিসেবে ওষুধ, তাবু, শুকনা খাবার এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য রেসকিউ টিম ও মেডিক্যাল টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
আইএসপিআর আরও জানায়, প্রাথমিকভাবে আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা থেকে আর্মি এভিয়েশনের একটি কাসা সি-২৯৫ ডব্লিউ বিমান জরুরি ত্রাণসামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।