হোম আন্তর্জাতিক মিয়ানমারে আরেকটি ঘাঁটি হারালো জান্তা বাহিনী, বহু সেনা নিহত

মিয়ানমারে আরেকটি ঘাঁটি হারালো জান্তা বাহিনী, বহু সেনা নিহত

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের মন রাজ্যের বেলিন টাউনশিপে জান্তা বাহিনীর কৌশলগত মায়ে পালে ঘাঁটি দখল করে নিয়েছে ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) নেতৃত্বাধীন বিদ্রোহী যোদ্ধারা। লড়াইয়ের সময় বহু জান্তা সেনা নিহত হয়েছে বলে জানানো হলেও সংখ্যা উল্লেখ করা হয়নি।

সোমবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, গত শনিবার কৌশলগত এই ঘাঁটিটি দখলে নেওয়ার সময় ২৯ জান্তা সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।

পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), বামার পিপলস লিবারেশন আর্মি (বিপিএলএ) এবং ফোর্স ফর ফেডারেল ডেমোক্রেসি (এফএফডি)-এর যোদ্ধারা দেশটির প্রাচীনতম জাতিগত বিপ্লবী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কেএনএলএর নেতৃত্বে ছিল।

এফএফডির একজন মুখপাত্র ইরাবতিকে জানিয়েছেন, এক মাসের লড়াইয়ের পর তারা ওই ঘাঁটিটি দখলে নিতে সক্ষম হন। ব্যাটালিয়ন কমান্ডার কো অং অংসহ জান্তা সরকারের ২৯ সেনাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, জান্তা বিমান হামলা এবং সুবিধাজনক ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ঘাঁটিটি দখল করতে আমাদের সমস্যা হয়েছিল। কিন্তু আমরা সমস্যা কাটিয়ে উঠেছি।

বিপিএলএ প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রতিরোধ যোদ্ধারা ঘাঁটিতে হামলা চালাচ্ছে এবং জান্তা বাহিনীর সদস্যদের টেনে-হিঁচড়ে বের করে আনছে।

এফএফডি জানিয়েছে, তাদের নিজস্ব এক সেনা ও কেএনএলএর এক যোদ্ধাও প্রাণ হারিয়েছেন এই লড়াইয়ে।

গত বছরের শেষের দিকে কেএনএলএর নেতৃত্বাধীন যৌথ বাহিনী কারেন রাজ্যের ম্যানেরপ্লা অঞ্চলটি পুনর্দখল করে। ৩০ বছর আগে এই অঞ্চলটিতে কেএনইউ-এর সদর দপ্তর অবস্থিত ছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন