হোম অর্থ ও বাণিজ্য মিয়ানমারের সঙ্গে ইইউয়ের বাণিজ্য বেড়েছে ১৫ গুণ: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক :

রোহিঙ্গা ইস্যু নিয়ে সোচ্চার থাকলেও মিয়ানমারের সঙ্গে গত ৫-৬ বছরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্য বেড়েছে ১৫ গুণ। শুধুমাত্র যুক্তরাজ্যেরই বাণিজ্য বেড়েছে ১০০ গুণ।

রবিবার (১৪ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচলেটের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, দুঃখের বিষয় যারা মানবাধিকারের জন্য শান্তি পুরস্কার পেয়েছে তারা মিয়ানমারের সঙ্গে আগের মতো সম্পর্ক বজায় রাখছে। চুটিয়ে ব্যবসা করছে এবং ইউরোপীয় ইউনিয়নের ব্যবসা ১৫ গুণ বেড়েছে। শুধু যুক্তরাজ্যের বাণিজ্য বেড়েছে ১০০ গুণ। বিনিয়োগ হয়েছে গত ৫-৬ বছরে ২৩০ কোটি ডলার।

ড. মোমেন বলেন, আমরা হাইকমিশনারকে বলেছি আপনারা রাখাইনে গিয়ে সাহায্য করেন। মিয়ানমারের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘ খুব উদ্বিগ্ন। তারা চায় এদেরকে সাহায্য করতে এবং এ বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে থাকবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন