হোম জাতীয় মিয়ানমারের গুলি আবারও বাংলাদেশে, ইউপি সদস্য আহত

মিয়ানমারের গুলি আবারও বাংলাদেশে, ইউপি সদস্য আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 61 ভিউজ

জাতীয় ডেস্ক:

মিয়ানমারের চলমান সংঘাতের জের ধরে ছোঁড়া গুলিতে এবার সাবের আহমদ নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন। সোমবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নে সীমান্ত জামছড়ি মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাবের আহমদ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

এ তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন।

তিনি জানান, গুলিবিদ্ধ ইউপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান ও দায়িত্বরত পুলিশ সদস্যরা এ বিষয়টি নিয়ে কিছু বলতে পারেননি।

এর আগে সোমবার বেলা ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির সীমান্তের জামছীড়স্থ ৪৫-৪৬ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে মিয়ানমারের বিজিপির ২৯ সদস্য পালিয়ে আসেন। এদের বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির হেফাজতে নেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি রাত থেকে থেমে থেমে মিয়ানমারে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। মিয়ারমারের গুলিতে তিন বাংলাদেশি আহত হন। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়। আবার অনেকে নিজে থেকেই প্রাণ ভয়ে সরে দূরের আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে ৪ ফেব্রুয়ারি ভোর থেকে গোলাগুলির ঘটনা যুদ্ধের রূপ নেয় ব্যাপক আকারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন