স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের অনুশীলন হিসেবে রোববার (১৩ আগস্ট) থেকে ক্লোজড ডোর অনুশীলন করছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের চাপমুক্ত রাখতেই এমন পদক্ষেপ নিয়েছেন হেড কোচ হাথুরুসিংহে। তবে তাতেও বাঁধা দিল মিরপুরের হেডলাইট। সোমবার (১৪ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফ্লাডলাইটে আগুন ধরে যায়। তাতে বন্ধ হয় যায় টাইগার দলের অনুশীলন।
এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নতুন কৌশলে অনুশীলন চলছে বাংলাদেশ দলের। তবে তাতেও বাধা দিল মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইট। মূল অনুশীলন শুরু হওয়ার সময়ই আগুন লেগে যায় ফ্লাডলাইটে। দুর্ঘটনার কথা মাথায় রেখে সাথে সাথেই ফ্লাডলাইট বন্ধ করে দেয়া হয়। আলোক স্বল্পতার কারণে ক্রিকেটাররা মাঠ ছেড়ে চলে যান।
এদিকে বৃষ্টির বাগড়ায় বাংলাদেশ দলের রোববারের অনুশীলন হয়নি। গতকালই প্রথমবারের মতো ফ্লাডলাইটে ম্যাচ সিনারিওতে অংশ নেয়ার কথা ছিল টাইগারদের। বিকেলের দিকে বৃষ্টি থামলেও ভেজা আউটফিল্ডের কারণে শেষে পর্যন্ত আর শুরু করা যায়নি অনুশীলন।
অনুশীলন বাতিল হওয়ায় ক্রিকেটাররা কিছুটা ফুরফুরে মেজাজে ছিল কাল। ব্যক্তিগত ফটোসেশনেও অংশ নেন অনেকেই। ছিল খুনসুটি, খোশগল্প। তবে সকালের সেশনে ঠিকই ছিল ব্যস্ততা। পারফম্যান্স সাইকোলোজিস্ট ড.ফিলের সঙ্গে হয়েছে ক্রিকেটারদের বিশেষ সেশন। যেখানে চাপের মুহূর্তে কীভাবে ধরে রাখতে হবে টেম্পারম্যান্ট, তারই টোটকা দিয়েছেন এই মনোবিদ।
আবহাওয়া অনুকূলে থাকলে আজ থেকে একই সময়ে মাঠের অনুশীলনে নামার কথা ছিল টাইগারদের। তবে ফ্লাডলাইট দুর্ঘটনার কারণে আজ সেটাও হল না। জানা গেছে, শর্টসার্কিটের কারণে ফ্লাডলাইটে আগুন লেগেছে। তবে তাতে বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি।