স্পোর্টস ডেস্ক:
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ১১ বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু হোম অব ক্রিকেটে প্রায় এক যুগ অপেক্ষার সমাপ্তিটা রাঙাতে পারেনি জ্যোতিরা।
রোববার (৯ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। মিরপুরে সবশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০ ওভারের ম্যাচ খেলেছিল মেয়েরা। সে ম্যাচেও ১৬ রানে হার নিয়ে মাঠ ছেড়েছিল বাংলার বাঘিনীরা।
এদিকে ১১ বছর পরও ভাগ্য বদলাতে পারেনি জ্যোতিরা। ১১৫ রান তাড়ায় নেমে হারমনপ্রীত কাউরের অপরাজিত ৫৪ রানে ভর ২২ বল আগেই জয় নিশ্চিত করে সফরকারীরা। ভারত অধিনায়কের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ২ ছক্কার মারে। দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ওপেনার স্মৃতি মান্ধানাও। সুলতানা খাতুনের শিকার হওয়ার আগে ৫ চারের মারে ৩৪ বলে ৩৮ রান করেন তিনি।
রান তাড়ায় নেমে শুরুতে অবশ্য হোঁচট খেয়েছিল ভারত। ইনিংস শুরুর তৃতীয় বলেই কোনো রান যোগ করার আগে মারুফা আক্তারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। এরপর দলীয় ২১ রানে ব্যক্তিগত ১১ রানের ইনিংস খেলে সুলতানার বলে বোল্ড হন জেমিমাহ রদ্রিগেজ। কিন্তু পরবর্তীতে স্মৃতি ও হারমনপ্রীতের দাপুটে ব্যাটিংয়ের বিপক্ষে আর লড়াই চালিয়ে যেতে পারেনি টাইগ্রেস বোলাররা। সুলতানা ২৫ রান খরচায় ২ উইকেট নেন। ১৮ রান খরচায় ১ উইকেট নেন মারুফা।
এর আগে টস জিতে নিগার সুলতানাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারত। ব্যাট হাতে শুরুটা ভালোই ছিল টাইগ্রেসদের। ওপেনার শামিমা সুলতানা ক্রিজ ছাড়ার আগে ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রান করেন। দলের সংগ্রহ তখন ৪.৪ ওভারে ২৭।
দ্বিতীয় উইকেট জুটিতে আসে আরও ২৫ রান। মন্থর গতিতে ব্যাট করা ওপেনার সাথী রানী ২৬ বলে ২২ রান করে আউট হন। এরপর যারা ব্যাটিংয়ে এসেছেন কেউই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। ওয়ান ডাউনে নামা সোবানা মোস্তারি ৩৩ বলে ২৩ ও রিতু মনি ১৩ বলে ১১ রান করে আউট হন।
স্বর্ণা আক্তার ২৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৭ বলে মাত্র ২ করে রান আউট হন। তাতে ১১৪ রানেই থামে টাইগ্রেসদের ইনিংস। ভারতের বোলারদের মধ্যে ১টি করে উইকেট তুলে নেন পূজা ভাস্ত্রকর, মিন্নু মানি ও শেফালি।
মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১১ জুলাই। তিন ম্যাচ সিরিজে শেষ ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে ১৩ জুলাই।