স্পোর্টস ডেস্ক:
কোমরের চোটের কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিম ইকবালের। গত জুলাইয়ে শেষবার ব্যাট হাতে নামার পর থেকে নাটকীয় পরিস্থিতি পার করছেন বাংলাদেশ ক্রিকেটের এই ড্যাশিং ওপেনার। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা, এরপর অবসর ভেঙে ফিরে আসা, এরপর অধিনায়কত্ব ছেড়ে দিয়ে এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানো। অবশেষে তামিম ফিরলেন অনুশীলনে। দেড় মাস পর ব্যাটিং করেছেন তিনি।
রোববার (২০ আগস্ট) মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে ব্যাট হাতে অনুশীলন করেছেন ওয়ানডের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এদিন প্রায় ১৫ মিনিটের মতো থ্রোয়ারের ছোড়া বলে ব্যাট করলেন তিনি।
তামিম এদিন মূলত ব্যাট হাতে নক করেছেন। বেশিরভাগ বল তিনি ফ্রন্টফুটে খেলেন। বাকি বলগুলো ব্যাকফুটে। এরপর স্টেডিয়ামের মূল মাঠে কিছুক্ষণ ফিটনেস নিয়ে কাজ করেন। এ সময় তামিমের সঙ্গী ছিলেন নতুন দায়িত্ব পাওয়া বিসিবির পুনর্বাসন কেন্দ্রের প্রধান ফিজিও কিয়েরন থমাস ও আরেক ফিজিও বায়েজিদ ইসলাম।
তামিম সবশেষ গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলেছিলেন। এরপর আচমকা অবসরের ঘোষণা দিয়ে বসেন। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে একদিনের মাথায় অবসর ভেঙে ফেরেন। তবে সিরিজের পরের দুই ম্যাচে খেলেননি তিনি। এরপর কোমরের চোটের চিকিৎসা নিতে লন্ডনে যান তিনি।
গত ৩১ জুলাই দেশে ফেরার পর তামিমের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। ৯ আগস্ট থেকে জিম ও ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন এই বাঁহাতি। এরই মধ্যে এশিয়া কাপের দল ঘোষণার ঠিক আগে অধিনায়কত্ব ছেড়ে দেন তামিম। চোটের কারণে এই আসরে খেলবেনও না তিনি।
সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে খেলায় ফেরার কথা তামিমের। সেই লক্ষ্যেই ব্যাটিং অনুশীলন শুরু করেছেন সাবেক এই অধিনায়ক। পুরোদমে অনুশীলন শুরুর পর কেমন অনুভব করেন তার ওপরেই নির্ভর করছে তার বিশ্বকাপের আগে দলে ফেরা।