হোম চট্টগ্রাম মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে না রোহিঙ্গাদের

মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে না রোহিঙ্গাদের

কর্তৃক Editor
০ মন্তব্য 8 ভিউজ

অনলাইন ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। শাহপরীর দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

ওই সময় তিনি কোস্টগার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

সীমান্ত পরিদর্শনের বিষয়ে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, ‘কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। মিয়ানমারের ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিষয়। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চলতেছে। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে, আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর পরাজয় হচ্ছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তের মানুষেরা একটু ভয় থাকে। এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ড সদস্যরা সীমান্তের বাসিন্দাদের পাশে রয়েছেন।’

তিনি বলেন, ‘জলপথে আমাদের টহল জোরদার রয়েছে। ফলে নদীপথে রোহিঙ্গারা অনুপ্রবেশে ব্যর্থ হচ্ছে। তা ছাড়া সীমান্তে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আমরা প্রতিহত করছি। মূলত কিছু দালালের মাধ্যমে অন্য পথে ঢোকার চেষ্টা করছে রোহিঙ্গারা।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন