হোম আন্তর্জাতিক মিয়ানমার সীমান্তেও বাংলাদেশের মতো পদক্ষেপ নিচ্ছে ভারত

মিয়ানমার সীমান্তেও বাংলাদেশের মতো পদক্ষেপ নিচ্ছে ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 87 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমার সীমান্তেও বাংলাদেশের মতো পদক্ষেপ নিচ্ছে ভারত। অবাধ চলাচল নিষিদ্ধ করতে মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর এনডিটিভির।

মিয়ানমারে জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সংঘাতের মধ্যে জান্তা বাহিনীর শত শত সেনা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে। এমন পরিস্থিতিতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার ঘোষণা দিলেন ভারতের এই মন্ত্রী।

শনিবার (২০ জানুয়ারি) আসাম পুলিশ কমান্ডোর পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে অমিত শাহ বলেন, সীমান্ত দিয়ে কেউ যাতে অবাধে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য কাঁটাতারের বেড়া দেয়া হবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত যেমন সুরক্ষিত, তেমনি মিয়ানমারের সঙ্গেও ভারতের সীমান্ত সুরক্ষিত করা হবে।

গত বছরের অক্টোবরে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত ও ব্যাপক অভিযান শুরু করে মিয়ানমারের তিনটি জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের জোট ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’। সেই থেকে উভয় বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে।

বিদ্রোহীরা চিন, শান ও রাখাইন রাজ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকিসহ ছোটবড় অন্তত ২০টি টাউন দখল করেছে। বিদ্রোহীদের প্রবল আক্রমণে জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে জান্তা সেনারা।

সবশেষ চলতি সপ্তাহে সেনাবাহিনীর একটি ঘাঁটি বিদ্রোহী আরাকান আর্মির যোদ্ধারা দখলে নেয়ার পর প্রায় ৩০০ সেনা ভারতের মিজোরামের লঙ্গললাই জেলার আসাম রাইফেলস শিবিরে আশ্রয় নেয়। এভাবে গত তিন মাসে প্রায় ৬০০ জান্তা সেনা ভারতে আশ্রয় নিয়েছে।

এনডিটিভির প্রতিবেদন মতে, ভারতের সঙ্গে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার মধ্যদিয়ে দু’দেশের ‘ফি মুভমেন্ট রেজিম’ (এফএমআর) থেকে সরে আসবে ভারত। তখন সীমান্তে বসবাসকারীদের অন্য দেশে ঢুকতে হলে ভিসার প্রয়োজন হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন