আন্তর্জাতিক ডেস্ক:
মায়ানমারের পূর্বাঞ্চলে জাতিগত কারেন যোদ্ধারা একটি সামরিক ঘাঁটি দখল করার পর ১০০ জনেরও বেশি জান্তা সেনাসহ শত শত স্থানীয় বাসিন্দা থাইল্যান্ডে পালিয়ে গেছে।
রোববার (১৩ জুলাই) সংবাদমাধ্যম থাই এক্সামিনার জানিয়েছে, শনিবার গভীর রাতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মির (কেএনএলএ) যোদ্ধারা রাজ্যে জান্তা-নিয়ন্ত্রিত ঘাঁটিতে আক্রমণ শুরু করলে সংঘর্ষ শুরু হয়।
থাইল্যান্ডের সেনাবাহিনী নিশ্চিত করেছে, প্রায় ১০০ জন মিয়ানমারের সৈন্য থাই ভূখণ্ডে প্রবেশ করেছে। পরে তাদের নিরস্ত্র করা হয়েছে এবং আন্তর্জাতিক প্রোটোকল অনুসারে চিকিৎসা দেওয়া হয়েছে।
থাই কর্মকর্তারা জানিয়েছেন, ৪০০ জনেরও বেশি বেসামরিক নাগরিক সীমান্ত পেরিয়ে পালিয়ে গেছেছে। তাদের নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।
গত মে মাসে সীমান্তের কাছে চেকপয়েন্টে বিদ্রোহীদের হামলার পর একই পরিস্থিতিতে ৬২ জন মিয়ানমার সেনা থাইল্যান্ডে পালিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।
এদিকে মিয়ানমারের ভেতর থেকে পাওয়া খবরে বলা হয়েছে, শুক্রবার সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে জান্তার ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। এটি চলমান মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে।
প্রসঙ্গত, কেএনএলএ ১৯৪৯ সাল থেকে কারেন জনগণের আত্মনিয়ন্ত্রণের জন্য লড়াই করে আসছে। এই ঘোষ্ঠীটি মায়ানমারের বৃহত্তম জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে একটি। মূলত দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে সংঘাতপূর্ণ অঞ্চল কারেন রাজ্যে এরা কাজ করে।