বিনোদন ডেস্ক:
সম্প্রতি ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমায় কাজ শুরু করেছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ১ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর ইস্কাটনে শুরু হয়েছে এ সিনেমার শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক।
‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমায় মিম অভিনয় করছেন শহীদজায়া পান্না কায়সারের চরিত্রে। এ ছাড়া বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সাররূপে অভিনয় করছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।
বুধবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সাদাকালো ছবি প্রকাশ করেছেন মিম।
মিমের পোস্ট করা ছবিতে দেখা যায়, সাদা শাড়িতে মাথায় ঘোমটা টেনে সেজেছেন পান্না কায়সার। এ ছাড়া তার পাশেই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সাররূপে আছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।
ক্যাপশনে মিম লিখেছেন, ‘পান্না কয়সার ও শহীদুল্লা কায়সার।’
মিমের এই পোস্টে ভক্তরা অনেক প্রশংসা করেছেন। সঙ্গে জানিয়েছেন অনেক অনেক শুভকামনা।
কথা ছিল, শহীদজায়ার সঙ্গে দেখা করতে যাবেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আড্ডা দেবেন মুখোমুখি বসে। কিন্তু তার আগেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। বিষয়টি শোকার্ত করে তুলেছে মিমকে।
