জাতীয় ডেস্ক:
ঘূর্ণিঝড় মিধিলির চার দিন পর বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মাছ ধরার ট্রলারসহ দুই জেলেকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে তাদের উদ্ধার করা হয়। অন্যদিকে ঝড়ের কবলে পড়ে পাঁচ দিন ধরে নিখোঁজ ৯ জেলে ও তাদের মাছ ধরার ট্রলারের এখনো কোনো সন্ধান মেলেনি।
দুবলা ফিশারম্যান গ্রুপের ব্যবস্থাপক ফরিদ আহমেদ শিকদার দুবলার মাঝেরকেল্লা থেকে মোবাইল ফোনে জানান, মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আলোরকোলের জেলেরা গভীর সাগরে মাছ ধরতে যায়। এ সময় তারা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান ‘এফবি ভাই ভাই’ নামে একটি মাছ ধরার ট্রলারসহ দুই জেলেকে উদ্ধার করে আলোরকোলে নিয়ে আসে।
উদ্ধার হওয়া দুই জেলে হলেন- কক্সবাজারের চকোরিয়ার গোড়া মিয়া (২২) ও সন্দ্বীপের আল আমিন (২৮)।
দুবলার মাঝেরকেল্লার মৎস্য ব্যবসায়ী মোজাফফর বহদ্দার জানান, গত ৫ দিনেও সন্ধান মেলেনি সাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ৯ জেলেসহ তার মালিকানাধীন অপর একটি মাছ ধরার ট্রলার ‘এফবি আল্লার দান’।