নিজস্ব প্রতিনিধি :
বিতর্কিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরার দুই সাংবাদিককে সাজা দিয়েছে আদালত। সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ সাজা প্রদান করেন। সাজা প্রাপ্ত দুই সাংবাদিক হলেন, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী পল্টু এবং পত্রিকাটির স্টাফ রিপোর্টার মুনসুর রহমান।
মামলার বাদীপক্ষের আইনজীবী এড. সালাউদ্দিন ইকবাল লোদী বিষয়টি নিশ্চিত করে জানান, বিগত ২০২১ সালে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকায় সাতক্ষীরা মহিলা কলেজ নিয়ে একটি বিতর্কিত মিথ্যা সংবাদ পরিবেশন করে। এবিষয়ে কলেজের তৎকালিন অধ্যক্ষ আব্দুল খালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা দুটির মধ্যে টি আর ১৫৬/২১ নং মামলায় সাংবাদিক মুনসুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড এবং ১৮/২১ নং মামলায় ওয়ারেশ খান চৌধুরী পল্টু এবং মুনসুর রহমানকে ৫’শ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।