স্পোর্টস ডেস্ক:
মা হারালেন বিসিবির নির্বাচক ও বাংলাদেশ জাতীয় ক্রিকজেত দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরের দিকে হাসপাতালে মৃত্যু হয় তার।
হান্নান সরকারের মা ফরিদা আক্তার গত এক সপ্তাহ আইসিইউ’তে ছিলেন বলে জানা গেছে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। খিলগাঁয়ে তাকে দাফন করা হবে। হান্নান সরকাররা ৪ ভাই ও ১ বোন।
চলতি বছর ফেব্রুয়ারিতে ৮ বছর পর নতুন নির্বাচক কমিটি গঠন করে বিসিবি। সেই নির্বাচক প্যানেলে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্যানেলে অন্যতম নির্বাচক হিসেবে দায়িত্ব পান জাতীয় দলের সাবেক খেলোয়াড় হান্নান সরকারও। এর আগে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি।
২০০২ সালে জাতীয় দলে অভিষেকের পর ২০০৪ সাল পর্যন্ত ১৭টি টেস্ট ও ২০টি ওয়ানডে খেলেন হান্নান। টেস্টে ২০.০৬ গড়ে ৬৬২ রান ও ওয়ানডেতে ১৯.১৫ গড়ে ৩৮৩ রান করেন তিনি। দুই ফরম্যট মিলিয়ে নামের পাশে আছে ৮টি অর্ধশতক।