হোম জাতীয় মা-মেয়েকে হত্যার ঘটনায় স্থানীয়দের সড়ক অবরোধ

জাতীয় ডেস্ক:

নোয়াখালীতে বাসায় ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৪ জুলাই) বিকেল ৪টার দিকে শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভে হাজারো স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

নূর নাহার বেগম ও তার এসএসসি ফলপ্রার্থী মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আলতাফ হোসেন নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ এখন পর্যন্ত কিছুই বলতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহীন বিল্লাহ জানান, আটক আলতাফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত জড়িত থাকার কথা স্বীকার করেনি। কোনো মামলাও হয়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন