নিজস্ব প্রতিনিধি :
আত্মমানবতার সেবায় অসহায় মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের আয়োজনে শহরের বকুলতলা মোড়ে মা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. জাকির হোসেন। স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতিবছর একজন অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় শহরের বকুলতলা মোড়ের শারীরিক প্রতিবন্ধী আরমান মন্ডলকে একটি সেলাই মেশিনসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি তুলে দেয়া হয়। আত্মমানবতার সেবায় অসহায় প্রতিবন্ধীর মাঝে সেলাই মেশিন প্রদান করায় এ মহৎ উদ্যোগের জন্য এলাকাবাসী মা ফাউন্ডেশনের চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় মোঃ জুলফিকার আলীসহ মা ফাউন্ডেশন এর সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।