হোম আন্তর্জাতিক মায়ের প্রাণ বাঁচল ৪ বছরের শিশুর উপস্থিত বুদ্ধিতে

আন্তর্জাতিক ডেস্ক :

জরুরি প্রয়োজনে কীভাবে ফোন করে সাহায্য চাইতে হবে, নিজের চার বয়সী শিশুকে তা শিখিয়েছিলেন মা। এর ঠিক একদিন পরই অসুস্থ হয়ে পড়েন ওয়েন্ডি নামে ওই নারী। তখনই মায়ের শিখিয়ে দেয়া পদ্ধতি মনে করে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন দিয়ে সাহায্য চায় চার বছরের মন্টি ককার। তার উপস্থিত বুদ্ধিমত্তায় বেঁচে যান ওয়েন্ডি।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ার তাসমানিয়ার লন্সেস্টনে এ ঘটনা ঘটে। বুদ্ধি ও সাহসিকতার সঙ্গে মায়ের প্রাণ বাঁচানোয় মঙ্গলবার চার বছরের ওই শিশুকে প্রশংসাপত্র দিয়েছেন স্থানীয় প্যারামেডিকরা।

মার্ক স্মল নামে একজন প্যারামেডিক বলেন, গত ২৭ আগস্ট মন্টি আমাদের ফোন দিয়ে বলে ‘মা পড়ে গেছে’। এরপর আমরা খোঁজ নিয়ে যখন ওই ঠিকানায় পৌঁছাই, মন্টি তখন জানালার সামনেই দাঁড়িয়ে ছিল। আমাদের দেখতে পেয়েই হাত নাড়তে থাকে সে। এমনকি আমরা বাড়ির ভেতরে গেলে মন্টি খুব শান্তভাবে অ্যাম্বুলেন্সের জাতীয় জরুরি সেবা নম্বর কর্মীদের কাজ করতে সাহায্য করেছিল। তার মা ওয়েন্ডি খিঁচুনিতে আক্রান্ত হয়েছিল।

ওই প্যারামেডিক আরও বলেন, মন্টি দ্রুত চিন্তা বড় পার্থক্য তৈরি করেছে। কারণ কেউ যদি পড়ে যাওয়ার মাথায় আঘাত পান বা কারও যদি দীর্ঘস্থায়ী খিঁচুনি থাকে, তাহলে এটি বেশ গুরুতর হতে পারে।

ভুক্তভোগী নারী জানান, ঘটনার দিন হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন এবং তার স্বামীকে ফোন করার চেষ্টা করেন। কিন্তু এরমধ্যেই অজ্ঞান হয়ে যান।

ওয়েন্ডি বলেন, ঘটনার একদিন আগেই আমি মন্টিকে জরুরি সেবা নম্বরে ফোন করা শিখিয়েছিলাম। কিন্তু এত দ্রুতই সেটি কাজে আসবে ভাবিনি। সেদিন মন্টিই আমাকে বাঁচিয়েছে। ও-কে নিয়ে আমি গর্বিত।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন