হোম এক্সক্লুসিভ মাহমুদউল্লাহর ক্যারিয়ার কি শেষ?

স্পোর্টস ডেস্ক:

জাতীয় দলের হয়ে সবশেষ এ বছরের মার্চে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর আর স্কোয়াডেই জায়গা পাননি তিনি। নতুনদের আগমনে তার গুরুত্ব কমেছে অনেকটা। এবারের এশিয়া কাপের স্কোয়াডে তাকে নাও দেখা যেতে পারে।

এশিয়া কাপকে সামনে রেখে শনিবার (১২ আগস্ট) দল ঘোষণা করবে বাংলাদেশ। এই দলটাই হবে বিশ্বকাপের সম্ভাব্য দল। আর সেখানে নাও থাকতে পারেন রিয়াদ। বিসিবির কয়েকজন কর্তার বক্তব্যে এমন ইঙ্গিতই পাওয়া গেছে। এশিয়া কাপের স্কোয়াডে না থাকলে রিয়াদের ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে।

এশিয়া কাপ শুরু হবে আগামী ৩০ আগস্ট থেকে। এই টুর্নামেন্ট শেষে বিশ্বকাপের আগে আর মাত্র একটি সিরিজ খেলবে টাইগাররা। এশিয়া কাপের স্কোয়াডে না থাকলে এই সিরিজেও রিয়াদকে দলের বাইরে রাখতে পারে বিসিবি। সব মিলিয়ে তার ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ। এমন অবস্থায় রিয়াদকে জাতীয় দলে ফেরার আশা বাদই দিতে হতে পারে।

২০০৭ সালের জুলাইয়ে ওয়ানডে দিয়ে জাতীয় দলে আগমন ঘটেছিল রিয়াদের। ওই বছরই টি-টোয়েন্টির জার্সিতে অভিষেক হয় তার, প্রথম টেস্ট খেলেন আরও দুবছর পর। সেই রিয়াদ ধীরে ধীরে বাংলাদেশের অন্যতম সেরা ফিনিশারে পরিণত হন। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রান করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ১২৮ রান।

২১৮ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৩ সেঞ্চুরিতে রিয়াদ করেছেন ৪ হাজার ৯৫০ রান। ৫০ টেস্টে ৫ সেঞ্চুরিতে তার রানসংখ্যা ২ হাজার ৯১৪। ১২১ টি-টোয়েন্টিতে তার রান ২ হাজার ১২১।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন