হোম এক্সক্লুসিভ মাহমুদউল্লাহকে এশিয়া কাপ ও বিশ্বকাপে ফেরাতে মানববন্ধন

স্পোর্টস ডেস্ক:

আয়ারল্যান্ড সিরিজে বাদ পড়ার পর আর দলে ফিরতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে জায়গা দেওয়া হয়নি এশিয়া কাপের ১৭ জনের দলেও। সিনিয়র এই ক্রিকেটারকে এশিয়া কাপের জন্য বিবেচনাই করেননি নির্বাচকরা। বিষয়টি মেনে নিতে পারেননি রিয়াদের ভক্তসমর্থকরা। তাই এশিয়া কাপ ও বিশ্বকাপে এই সিনিয়র ক্রিকেটারকে ফেরাতে মানববন্ধন করছে তার ভক্তসমর্থকরা।

৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ বয়সের ভারে অনেকটাই ন্যুজ। ব্যাট হাতে খুব একটা খারাপ না করলেও প্রশ্ন আছে তার ব্যাটিং অ্যাপ্রোচ ও ফিল্ডিং সক্ষমতা নিয়ে। দলের চাহিদা অনুযায়ী মারকুটে ব্যাট করতে পারছেন না রিয়াদ। সেই সঙ্গে রানিং বিটুইন দ্য উইকেটে স্লথগতি ও ফিল্ডিংয়ে রিফ্লেক্সের ঘাটতিকে তার বাদ পড়ার কারণ হিসেবে বলছেন অনেকেই।

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিবেচনায় না থাকায় এশিয়া কাপের ১৭ জনের দলে রাখা হয়নি রিয়াদকে। তবে ছিলেন প্রাথমিক ক্যাম্পে। এশিয়া কাপের দলই মূলত বিশ্বকাপে খেলবে। তাই অলৌকিক কিছু না ঘটলে রিয়াদ যে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলছেন না তা মোটামুটি নিশ্চিত। বিষয়টি মানতে পারছেন না দেশের রিয়াদ ভক্তরা। দলের এই সিনিয়র সদস্যকে এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে ফেরাতে মানববন্ধন করেছে তারা। রিয়াদকে বাদ দেওয়াটাকে হঠোকরি সিদ্ধান্ত বলে মনে করেন তারা।

বুধবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে রিয়াদকে দলে ফেরানোর দাবিতে মানববন্ধন করেছেন তার সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন টাইগার শোয়েবও। জ্বর নিয়ে উপস্থিত হয়ে তিনি মানববন্ধনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে অবিলম্বে রিয়াদকে দলে ফেরানোর দাবি জানান।

এই মানববন্ধনে তারা ‘দাই মোদের একটাই রিয়াদ ভাইকে দলে চাই’ স্লোগানে রিয়াদকে দলে ফেরানোর দাবি জানান। এ সময় তারা রিয়াদকে দলে ফেরাতে প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তামিম ইকবালকে অবসর ভেঙে যেভাবে ফিরিয়ে এনেছেন, তেমনই ভাবে রিয়াদকেও ফিরিয়ে আনার দাবি জানান।

রিয়াদের সমর্থকদের দাবি, প্রধান কোচ হাথুরুসিংহের চাপে বিসিবি রিয়াদকে বাদ দেওয়ার মতো হঠোকরি সিদ্ধান্ত নিয়েছে। তাই এই ক্রিকেটারকে ফেরানো না হলে তারা ক্রীড়ামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেবেন।

এর আগে রিয়াদকে দলে ফেরানোর দাবিতে তার নিজজেলা ময়মনসিংহেও মানববন্ধন করেছেন সমর্থকরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন