খেলাধুলা ডেস্ক :
জাতীয় দলে মাশরাফী বিন মুর্তজার ফেরা যে প্রায় অনিশ্চিত তা এক রকম নিশ্চিত। তবুও অনেকেই বিশ্বাস করেন, বাইশ গজে মাশরাফীর অভিজ্ঞতা ভাগাভাগি করলে উপকৃত হবে বর্তমানে জাতীয় দলে থাকা তরুণ ক্রিকেটাররা।
সে বিষয়ে বিসিবিরও সম্মতি আছে। মাশরাফী চাইলে তাকে নিয়ে আসা হবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘মাশরাফী যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’
কিছুদিন আগে মিরপুরে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচের সময় দেখা যায় একসঙ্গে বসে খেলা দেখছেন পাপন, মাশরাফী ও তামিম ইকবাল।
বিশেষ কোনো বিষয়ে আলোচনা হয়েছে কি না- এমন প্রশ্নে পাপন জানালেন, ‘মাশরাফী তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।’
পাপন বলেন, ‘এই ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সাথে তো সব সময় যোগাযোগ হয়, আরও হবে।’