হোম খুলনানড়াইল মাশরাফি বিন মোর্ত্তজার নড়াইলের সদর হসপিটাল পরিদর্শন

মাশরাফি বিন মোর্ত্তজার নড়াইলের সদর হসপিটাল পরিদর্শন

কর্তৃক Editor
০ মন্তব্য 82 ভিউজ

নড়াইল অফিস:

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা নড়াইলের আধুনিক সদর হসপিটাল পরিদর্শন করেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ডাক্তার ও রোগীর সঙ্গে কথা বলেন তাদের খোঁজ খবর নেন এবং টয়েলট গুলো ব্যবহারের উপযোগী কিনা ঘুরে দেখেন।

এ সময় তিনি বলেন, ডাক্তাররা থাকতে না চাইলে আসলে আমাদের কাজটা কঠিন এবং আমাদের কিছু করার নাই সে ক্ষেত্রে। আমরা চেষ্টা করছি যতটুকু সাপোর্ট দেয়া যায়। আর একটা বিষয় হচ্ছে এটাতো একশ বেডের হসপিটাল এখনই পেশেন্ট আছে প্রায় সাড়ে তিনশ এটা সার্ভিসও সেভাবে দিতে হবে। চাইলেই তো পেশেন্ট বের করে দেওয়া যায় না। শিশু বেডে এখানে আছে পনের জন আজকে শিশু ভর্তি হয়েছে একশ জনের উপরে। সব তো ভারলোডেড একশ বেডে তিনশ সাড়ে তিনশ রোগী ভর্তি রয়েছে সার্ভিস দিতে হচ্ছে এর ভেতরে ঔষধ খাবার সবকিছুর সাপ্লাই দিতে হচ্ছে ম্যানেজ করতে হচ্ছে কিছু কিছু ডাক্তার সংকট আছে আমাদের ডাক্তার সংকট টা কমলে আমাদের সার্ভিসটা আরো বেটার দেয়া যেতো। সংকটের মধ্যদিয়ে আমাদের এগিয়ে যেতে হবে । টয়লেটের ব্যবহারে ক্ষেত্রে মাশরাফি বলেন নিজের বাড়ির মত করে ব্যবহার করলে সুবিধা হয়। টয়লেট অন্যের মনে করে ব্যবহার করলে সকলেই ক্ষতি হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন