নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটিতে সদস্য পদ পেয়েছেন ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মোর্তজা । গত রোববার জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই কমিটিতে উপদেষ্টা পরিষদ সদস্য হয়েছেন মাশরাফির বাবা গোলাম মোর্তজা স্বপন।
ওই কমিটিতে মাশরাফিকে ৪ নম্বর সদস্য করা হয়েছে। ১, ২ ও ৩ নম্বর সদস্য হয়েছেন যথাক্রমে জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোল্লা এমদাদুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস ও নড়াইল-১ আসনের সাংসদ বি এম কবিরুল হক মুক্তি। এর মধ্য দিয়ে এই প্রথম নড়াইল আওয়ামী লীগে পদ পেলেন মাশরাফি। এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হন মাশরাফি। গত ৩১ ডিসেম্বর ওই উপকমিটি অনুমোদন হয়। সেটিও আওয়ামী লীগে প্রথম পদ ছিল তাঁর।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩ ডিসেম্বর নড়াইল জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। সুলতান মঞ্চে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে সভাপতি হন সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক হন মোঃ নিজাম উদ্দিন খান (নিলু) । সম্মেলনের দেড় বছর পর ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
কমিটিতে ১১ জন সহ-সভাপতি হয়েছেন। তারা হলেন ফজলুর রহমান (জিন্নাহ), সৈয়দ মোহাম্মদ আলী, সৈয়দ আইয়ুব আলী, গোলাম নবী, হাসানুজ্জামান, ইমদাদুল ইসলাম, আঞ্জুমান আরা, আশিকুর রহমান (বাপ্পী), শিকদার আজাদুর রহমান, শহীদুল ইসলাম (শাহী) ও কাজী ইসমাইল হোসেন (লিটন)।
তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বাবুল কুমার সাহা, মো. রাসেদুল বাসার (ডলার) ও আবু হেনা মোস্তফা কামাল স্বপন।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন তিনজন। তারা হলেন মঞ্জুরুল করিম (মুন), দেবাশীষ কুন্ডুু (মিটুল) ও সরদার আলমগীর হোসেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক হয়েছেন মো. খসরুল আলম (পলাশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ সামিউল হাসান এবং চৌধুরী ইলিয়াস আহমেদ কোষাধ্যক্ষ হয়েছেন।
এ ছাড়া আইনবিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিকী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সঞ্জীব কুমার বোস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক খান এ কাইয়ুম, ধর্মবিষয়ক সম্পাদক খন্দকার মাসুদ, বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ বি এম আব্দুল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদক সালমা রহমান (কবিতা), মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাইফুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সালাউদ্দিন, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক কে এম সালাউদ্দিন, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোস্তফা কামরুজ্জামান কামাল, শ্রম সম্পাদক কাজী জহুুরুল হক, সংস্কৃতিবিষয়ক সম্পাদক তপন কুমার সরকার, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন (তাপস), উপদপ্তর সম্পাদক শেখ বোরহান আহমেদ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদুজ্জামান ইকবাল। কমিটিতে অনেক ত্যাগী নেতা কর্মীদের ঠায় না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন।