হোম খেলাধুলা মাশরাফিকে নিয়ে আবারও গুজব, খোলাসা করলেন নিজেই

মাশরাফিকে নিয়ে আবারও গুজব, খোলাসা করলেন নিজেই

কর্তৃক
০ মন্তব্য 652 ভিউজ

অনলাইন ডেস্ক :

করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। তেমনই নতুন আরেকটি গুজব ডালাপালা মেলছিল রবিবার। করোনা নেগেটিভ হয়েছেন মাশরাফি! এমন খবর কয়েকটি সংবাদ মাধ্যম এরই মধ্যে ছড়িয়েছে। নতুন গুজবে চরম বিরক্ত হয়েছেন সাবেক অধিনায়ক। তাই বর্তমান অবস্থা জানাতে আবারও বেছে নিলেন নিজের ফেসবুক পেইজকেই।

রবিবার দুপুরে মাশিরাফি তার ভেরিফায়েড পেজে লিখেছেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছে আছে।’

এর আগেও মাশরাফিকে নিয়ে গুজব রটেছিল। বলা হয়েছিল, করোনা আক্রান্ত মাশরাফি মুর্তজার অবস্থা সংকটাপন্ন, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। বলা হচ্ছিল কোনও রুমও নাকি পাচ্ছিলেন না তিনি। তবে সাবেক অধিনায়ক নিজেই তখন স্পষ্ট করে দিয়েছিলেন সব কিছু। বলেছিলেন, ‘হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাওয়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। কোনও কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনও ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না।’

মাশরাফি করোনা আক্রান্ত হয়েছেন গত সপ্তাহ। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হলেও মাশরাফি শারীরিকভাবে সুস্থ আছেন বলেই জানিয়েছেন, ‘মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনও শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাবো। আল্লাহ সহায়।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন