হোম ফিচার  মালয়েশিয়া বৃদ্ধি পেল লকডাইনের মেয়াদ !
মালয়েশিয়া থেকে বাপ্পা দাস :
মালয়েশিয়া সংক্রমণ নিয়ন্ত্রণে ফের লকডাইন ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে ২য় ধাপে ১৩ জানুয়ারী থেকে মালয়েশিয়া শুরু হয় লকডাইন। তবে লকডাইনের মধ্যে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে আগে তুলনায় অনেক বেশি।
৫ ফেব্রুয়ারী থেকে ১৮ ফেব্রুয়ারী পযন্ত বাড়ানো হয়েছে  এম সি ও। মঙ্গলবার ২ ফেব্রুয়ারী মালয়েশিয়ার জাতীয় নিরাপদ কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দুপুরের নিয়মিত এক ব্রিফিং  এমনটায় বলেন দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সবারি ইয়াকুব। যদি এর আগে ঘোষণা আসে ৪ ফেব্রুয়ারী পর থেকে মালয়েশিয়া থাকবে না লকডাইন ।
এর আগে সিনিয়র মন্ত্রী   স্থানীয় বাসিন্দা সহ অভিবাসী সকলকে এম সি ও এর স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান করেন।
MCO আইন অনুযায়ী ১০ কিলোমিটারের বাহিরে যাওয়ার জন্য লাগবে ইস্থানীয় প্রশাসনের অনুমতি পত্র। এ সকল বিষয় নিয়ন্ত্রণ করার জন্য শহরে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে  ব্লক বসানো হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন