হোম আন্তর্জাতিক মালয়েশিয়া বাংলাদেশীর লাশ উদ্ধার

বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া :

মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় একটি কনডোমিনিয়ামে এর গাড়ি পার্কিং থেকে ৪৩ বছর বয়সী এক বাংলাদেশী প্রবাসীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রবিবার সকালে কনডোমিনিয়াম এর সিকিউরিটি গার্ড গাড়ি পার্কিং এ লাশটি দেখতে পেলে পুলিশকে খবর দেন।

পুলিশ এসে লাশ উদ্ধার করে পুত্রজায়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

পুত্রজায়া জেলা পুলিশ প্রাধান ও সহকারী কমিশনার এ আসমাদি আব্দুল আজিজ জানান, পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায়, ৪৩ বছর বয়সী এই বাংলাদেশী ভবনটিতে মোজাইক ফিটিংসের কাজ করতেন বলে জানা গেছে। মৃত ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে নাকি, কেউ হত্যা করেছে তদন্ত শেষে বলা যাবে।

তদন্তের জন্য তার বাংলাদেশী নিয়োগ কর্তা ও সহকর্মীদের জবানবন্দি নিবে পুলিশ।

তবে এখনো পযন্ত ওই বাংলাদেশীর সঠিক কোন পরিচয় পাওয়া যায়নি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন