আন্তর্জাতিক ডেস্ক :
কোন রকম নিয়ম না মেনে, অনুমতি ছাড়া মালয়েশিয়া পুলিশের ইউনিফর্ম তৈরি পর বিক্রি কারার অভিযোগে তিন বাংলাদেশী সহ ৬ জনকে আটক করেছে দেশটির পুলিশ।
দেশটির জাতীয় বার্তা সংস্থা বার্নামার বরাত দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার বার (২৫ মে) কুয়ালালামপুর পুলিশ প্রাধান দাতুক শাহারন আনোয়ার আবদুল লতিফ এ সব তথ্য জানান।
তিনি আরো জানান ১৯ মে বিকাল ৩ টার সময় কুয়ালালামপুর পেকান সুঙ্গাই বিসির কিছু দোকানে অভিযানে ৬ জন কে আটক করা হয়। আটককৃত সকলের বয়স ৩০ থেকে ৫২ বছরের মধ্যে।
সন্দেহভাজ স্থানীয় ৩ মহিলা ও ৩ বাংলাদেশী দীর্ঘদিন দোকানে কাজ করত। কুয়ালালামপুর পুলিশ প্রাধান আরো জানান আরো তদন্তের জন্য আটক কৃতদের চেরাস জেলা পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে ১ জন নারী জামিনে মুক্তি পেয়েছে, আর ৫ জন কে ৭ জুন পযন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
