মালয়েশিয়া থেকে বাপ্পি দাস :
মালয়েশিয়া ২২ মার্চ স্থানীয় সময় দুপুর দুইটার দিখে, হুলু তেরেঙ্গানু – তেরেংগানু ইমিগ্রেশন বিভাগ (জেএমএনটি) বিভাগ
হুলু তেরেংগানুর আশেপাশের বিভিন্ন স্থানে অপারেসি দিয়ে ২ জন মহিলা সহ মোট ১১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।
হুলু তেরেংগানুর আশেপাশের বিভিন্ন স্থানে অপারেসি দিয়ে ২ জন মহিলা সহ মোট ১১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।আটক কৃত অবৈধ অভিবাসীদের কোভিট -১৯ পরিক্ষার জন্য আজিল স্বাস্থ্য ক্লিনিকে এবং তারপরে পরবর্তী পদক্ষেপের জন্য আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হয়েছিল। বলে জানান, দায়িত্ব রত ইমিগ্রেশন অফিসার।
ইমিগ্রেশন অফিসার স্থানীয় সকল নাগরিকদের অবৈধ অভিবাসী শ্রমিকদের তথ্য দেওয়ার আহবান করেন। তবে আটক কৃত অবৈধ অভিবাসীরা কোন দেশের নাগরিক এখনো জানা যায়নি।
s
