আন্তর্জাতিক ডেস্ক :
করোনাভাইারাসে মালয়েশিয়ায় নতুন করে ২ হাজার ৭২০ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে রোববার (২৪ জুলাই) মধ্যরাত পর্যন্ত দেশটিতে সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬ লাখ ৫২ হাজার ৬৫১ জনে।
সোমবার (২৫ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, রোববার (২৪ জুলাই) আক্রান্তদের মধ্যে ২ হাজার ৭১৫ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। আর বাকি পাঁচজন বিদেশফেরত ছিলেন।
এদিকে একই সময়ে নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩৫ হাজার ৯১৪ জনে দাঁড়াল।
মন্ত্রণালয় জানায়, একই সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত ৪ হাজার ১২ জন সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৬৭ হাজার ৪৮৫ জনে। বর্তমানে দেশটিতে ৪৮ হাজার ২৫২ চিকিৎসাধীন। এদের মধ্যে ৫৪ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তাদের মধ্যে ৩২ জনকে অক্সিজেন দেয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ায় রোববার (২৪ জুলাই) ১২ হাজার ৫৮০ জনকে টিকা দেয়া হয়েছে। দেশটির মোট জনসংখ্যার ৮৫ দশমিক ৯ শতাংশ কমপক্ষে প্রথম ডোজ, ৮৪ শতাংশ দ্বিতীয় ডোজ, ৪৯ দশমিক ৫ শতাংশ প্রথম বুস্টার ডোজ এবং ০ দশমিক ৯ শতাংশ দ্বিতীয় বুস্টার ডোজ টিকা নিয়েছেন।