হোম জাতীয় মালিককে কুপিয়ে কোটি টাকার সোনা লুট, বোমা ফাটিয়ে পলায়ন

জাতীয় ডেস্ক :

ফেনীর সোনাগাজীতে দিনেদুপুরে বোমা ফাটিয়ে ও মালিককে কুপিয়ে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল। পরে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে তিন-চারজন আহত হয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার জমাদার বাজারে অর্জুন জুয়েলার্স নামের একটি সোনার দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে ৫-৬ জনের একটি ডাকাত দল দুটি মোটরসাইকেলে করে এসে জমাদার বাজারের অর্জুন চন্দ্র বাদুরীর দোকানে বেশ কয়েকটি হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা দোকানের মালিক অর্জুন চন্দ্র বাদুরীকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে থাকা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা অর্জুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে আঘাত করে। এ সময় দোকানের সব কিছু ভেঙে ফেলে তারা। পরে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এতে বাজারের পথচারীসহ আরও তিন-চারজন আহত হন।

ডাকাত দল চলে যাওয়ার পর স্থানীয় লোকজন অর্জুন চন্দ্র বাদুরীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

অর্জুন চন্দ্র বাদুরীর দাবি, ডাকাতরা তার দোকান থেকে প্রায় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে সোনাগাজীর উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন জানান, উপকূলীয় এই এলাকায় আগেও বেশ কয়েকবার ডাকাতির ঘটনা ঘটেছে। তবে আজকে দিনেদুপুরে ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান। তিনি জানান, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন