নিউজ ডেস্ক:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মালয়েশিয়া সফরে গেছেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। আগামী ১২ জুলাই তার ঢাকা ফেরার কথা রয়েছে।
বৈঠকের ফাঁকে সুযোগ পেলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের ব্যাপারে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করবেন পররাষ্ট্র উপদেষ্টা।
এর আগে তৌহিদ হোসেন জানান, যদি সুযোগ থাকে তবে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া আটক বাংলাদেশিদের বিষয়ে তিনি আলোচনা করবেন।
প্রসঙ্গত, ৮-১১ জুলাই মালয়েশিয়ায় এআরএফ-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।