হোম খেলাধুলা মালদ্বীপ ম্যাচই জামালদের কাছে সাফের ফাইনাল

খেলাধূলা ডেস্ক:

মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ম্যাচটা হবে ফাইনাল অনুরুপ। যেখানে হারলেই শেষ! এমন মনোভাব সেট করে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

ফুটবলারদের আত্মবিশ্বাস আছে ম্যাচ জয় করার তবে গোল করার সুযোগ নষ্ট করা যাবে না বলেও জানা তিনি। অভিন্ন লক্ষ্য সোহেল রানার। কৌশল বদল করে হলেও মালদ্বীপকে হারিয়ে টিকে থাকতে চান টুর্নামেন্টে!

ফুটবলাররাও তো রক্ত মাংসের মানুষ। ব্যর্থতা তাদেরও নাড়িয়ে দেয়। লেবানন ম্যাচ ভিলেন বানিয়েছে ফাহিম, তারেক কাজীকে। সেটা অবশ্যই আফসোসের। কিন্তু টিম বাংলাদেশ বসে নেই। দেয়ালে পিঠ ঠেকে গেলে বসে থাকার সুযোগও থাকে না।

ওভাবে ম্যাচ হারার পর ফুটবলারদের সঙ্গে কথা বন্ধ রেখেছিলেন কোচ। অভিমান ভুলে আজ আবারো তালিম দিয়েছেন। অনেকটা নিবিড়ভাবে। জামালরা জানেন এই ম্যাচে ভুল করা যাবে না। মালদ্বীপকে ফাইনাল প্রতিপক্ষ ধরেই এগুচ্ছে সব।

গণমাধ্যমকে জামাল বলেন, ‘সবাই হতাশ। কারণ, আমরা মনে করেছি একটা ভালো ম্যাচ খেলেছি (লেবাননের বিপক্ষে)। কিন্তু যেটা হয়, ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। ম্যাচের শেষ দশ-পনের মিনিট মনোযোগ হারিয়ে ফেলি আমরা, যে কারণে দুই গোল খেয়েছি। এখন যেটা হয়েছে, সেটা ভুলে যেতে হবে। এখন মালদ্বীপ ম্যাচ নিয়ে ভাবছি। টুর্নামেন্টের আগে সবাই বলেছি এটা ফাইনাল ম্যাচ। এখন আমরা মালদ্বীপ ম্যাচে মনোযোগ রাখছি।’

ফুটবলাররা আত্মবিশ্বাসী আগেও ছিল কিন্তু মাঠে তার প্রভাব নেই। গোল হয় না বলেই মনোবল ঠিক থাকে না। সেই জায়গায় এবার বেশ যত্নবান তারা। একইসঙ্গে কৌশল বদলানোর ইঙ্গিত। বিল্ড আপ করে খেলার একটা পরিকল্পনা আছে মালদ্বীপের বিপক্ষে।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা জানি, মালদ্বীপের ভালো ফরোয়ার্ড আছে। আগেও বলেছি, আমাদের ভুল শোধরাতে হবে। বল পায়ে আমাদের আরও আত্মবিশ্বাসী হতে হবে। আমি মনে করি, বিল্ড-আপ গেম খেলতে হবে। শুধু কাউন্টার খেললে ৬০-৭০ মিনিটে গিয়ে সবাই ক্লান্ত হয়ে যাবে। ইতিবাচক দিক হচ্ছে, লেবানন ম্যাচে আমরা সুযোগ তৈরি করেছি। শুধু যে ফরোয়ার্ডরা গোল করবে এমন না, সবাই গোল করতে পারে। এখানে স্ট্রাইকারের দোষ দিলে লাভ নেই। আমরা একসঙ্গে হারব, একসঙ্গে জিতব।’

লেবানন ম্যাচে ফুটবলার বদল নিয়ে আছে সমালোচনার জায়গা। সে জায়গায় যত্নবান ম্যানেজমেন্ট। যে করেই হোক টিকে থাকতে হবে টুর্নামেন্ট! এই মন্ত্রটা যপে দেয়া হয়েছে ফুটবলারদের কানে। সোহেল রানা বলেন, ‘টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে আমাদের পয়েন্ট পেতেই হবে।’

সাফে আবারে অমসৃণ বাংলাদেশের পথ। ওদিকে প্রথম ম্যাচ জিতে অবশ্যই কিছুটা নির্ভার মালদ্বীপ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন