হোম রাজনীতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কী কথা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রীর, জানাল মন্ত্রণালয়

রাজনীতি ডেস্ক:

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে রোববার (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হওয়া বৈঠকে আলোচিত বিষয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে মন্ত্রণালয়।

সোমবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে আসন্ন নির্বাচন, ২৮ অক্টোবরের সমাবেশ, চলমান দুর্গাপূজা, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয় এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।’

আলোচনায় রাষ্ট্রদূত উল্লেখিত বিষয়সমূহ নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা ও মতামত জানতে চেয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সৌজন্য সাক্ষাতের পর মন্ত্রী ব্রিফিং করেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষাপটে আলোচনার মর্মার্থ এবং তথ্যের ভিত্তিতে মন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এদিকে বৈঠকে বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে ‘সড়কে প্রতিবন্ধকতা’ বিষয়ে রাষ্ট্রদূত হাস জানতে চেয়েছেন বলে যে বক্তব্য এসেছে তা প্রত্যাখ্যান করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

রোববার (২২ অক্টোবর) রাতে দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার এক বিবৃতিতে বলেন, ওই বৈঠকে এমন কোনো আলোচনাই হয়নি।

বিবৃতি বলা হয়, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকার রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। শান্তিপূর্ণ সমাবেশ ও রাজনৈতিক কার্যক্রমে হস্তক্ষেপবিহীন অংশগ্রহণের গুরুত্বের কথা তুলে ধরেছেন রাষ্ট্রদূত হাস।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন