হোম আন্তর্জাতিক মার্কিন কংগ্রেসের বহু নেতার পূর্বপুরুষ দাসমালিক ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন কংগ্রেসের অন্তত ১০০ জন আইনপ্রণেতার পূর্বপুরুষ দাসমালিক ছিলেন। এদের মধ্যে ২৮ শতাংশ রিপাবলিকান ও ৮ শতাংশ ডেমেক্র্যাট। সম্প্রতি রয়টার্সের এক গবেষণা প্রতিবেদনে রোমহর্ষক এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সমাজের অভিজাত শ্রেণী নিয়ে করা রয়টার্সের ওই গবেষণা বলছে, দেশটির সাত শতাধিক রাজনৈতিক নেতার পূর্বপুরুষেরা দাসমালিক ছিলেন। তাদের অধীনে হাজার হাজার কৃষ্ণাঙ্গ ক্রীতদাস ছিল।

এই তালিকায় রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল, লিন্ডসে গ্রাহাম, টম কটন ও জেমস ল্যাঙ্কফোর্ড এবং ডেমোক্র্যাট এলিজাবেথ ওয়ারেন, ট্যামি ডাকওয়ার্থ, জিন শাহীন ও ম্যাগি হাসানের মতো আইনপ্রণেতা রয়েছেন।

প্রতিবেদন মতে, প্রেসিডেন্ট জো বাইডেনসহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রত্যেক প্রেসিডেন্টের পূর্বপুরুষই দাসমালিক ছিলেন। তবে এই তালিকায় বাদ পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। জিমি কার্টার, জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও বারাক ওবামা সরাসরি দাসমালিকদের বংশধর।

২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের মধ্যে ১১টির গভর্ণরই দাসমালিকের বংশধর ছিলেন। এছাড়া দুজন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। কংগ্রেস নেতাদের পূর্বপুরুষরা গৃহযুদ্ধের আগে আমেরিকার সবচেয়ে ধনী ছিল। আমেরিকার ১০ শতাংশ ধনীর মধ্যে তারাই ছিলেন তিন-চতুর্থাংশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন