রাজনীতি ডেস্ক:
মানুষ ষড়যন্ত্র করে গোপনে আর বিএনপি ঘোষণা দিয়ে-এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। শনিবার (২৬ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মিরপুরে গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা আজম বলেন, আগামী সেপ্টেম্বর মাসে নাকি সরকারকে পদত্যাগে বাধ্য করবে এ ঘোষণাও টিকবে না তাদের। ষড়যন্ত্র নস্যাৎ করে আবারও শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।
আগামী মাসের ২ তারিখে পুরাতন বাণিজ্য মেলা মাঠের আয়োজিত সুধী সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস. এম মান্নান কচিসহ উত্তর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।