জাতীয় ডেস্ক:
পারলে পার্কের ভেতরেই গরুর হাট করতে চায় মানুষ। কিন্তু পার্কে শুধু খেলার জায়গা থাকবে, মানুষ হাঁটবে। এর বাইরে অন্য কিছু হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান-১ এর পুলিশ প্লাজা সংলগ্ন শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী ঢাকা শহরে ২৪টি পার্ক করে দেবো বলেছিলাম। আমরা সে অঙ্গিকার রেখেছি। শহীদ ডা. ফজলে রাব্বি পার্কের মাধ্যমে ২৪টি পার্কের উদ্বোধন হয়ে গেল।’
তিনি আরও বলেন, ‘২৪টি পার্ক করতে গিয়ে আমাদের ২৪ রকম সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে। যা আমরা মোকাবিলা করেছি। এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে। সেগুলোও মোকাবিলা করবো। সব বাধা মোকাবিলা করে আমরা এগিয়ে যাবো। কোনো বাধা আমাদের আটকাতে পারবে না।’
পার্কের রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতার কথা বলতে গিয়ে মেয়র আতিকুল বলেন, ‘পার্কের মধ্যেই পারলে মানুষ গরুর হাট করতে চায়। আমি স্পষ্টভাবে বলতে চাই পার্কের মধ্যে শুধু খেলার জায়গা থাকবে, মানুষ হাঁটবে। এর বাহিরে অন্য কিছু হবে না।’
মেয়র আরও বলেন, ‘আপনারা দেখবেন, এজন্য আমরা পার্কের মধ্যে কিন্তু কোনো প্যান্ডেল করিনি। গাছ তলায় পাখির শব্দ শুনতে শুনতে আমরা এই অনুষ্ঠান করছি।’
শুধু গুলশান, নিকেতন সোসাইটির জন্য এই পার্ক নয় মন্তব্য করে মেয়র বলেন, ‘এই পার্ক সবার জন্য উন্মুক্ত থাকবে। খেটে খাওয়া মানুষও এই পার্কে আসতে পারবেন। পলিসি ও টেন্ডারের মাধ্যমে আমরা এই পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতসহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তারা।