হোম রাজনীতি মানুষের কল্যাণে সর্বস্ব দিয়ে চেষ্টা করবো: ফেরদৌস

মানুষের কল্যাণে সর্বস্ব দিয়ে চেষ্টা করবো: ফেরদৌস

কর্তৃক Editor
০ মন্তব্য 139 ভিউজ

রাজনীতি ডেস্ক:

নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন ঢাকা-১০ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চলচ্চিত্র নায়ক ফেরদৌস আহমেদ। মঙ্গলবার বিকেল ৩টায় সংসদ অধিবশেন শুরু হয়। তার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

ফেরদৌস বলেন, ‘জনপ্রতিনিধি হয়েছি, আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো মানুষের কল্যাণে এগিয়ে আসতে। মানুষের সেবক হওয়ার প্রচেষ্টা থাকবে।’

প্রথম সংসদ অধিবেশনে যোগ দিয়ে ফেসবুকে ফেরদৌস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সকল ভালোবাসার মানুষের দোয়া চাই।’

এর আগে ফেরদৌস শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে অসহায়দের শীতবস্ত্র বিতরণ করেন।

তখন তিনি বলেন, ‘বাংলাদেশের পাঁচবারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ভালোবাসি, তার নৌকাকে ভালোবাসি। নৌকাকে বুকে ধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্ভাসিত হয়ে প্রত্যেক শিল্পী নিজের জায়গা থেকে আওয়ামী লীগের সঙ্গে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনাকে ধন্যবাদ, আমাকে ঢাকা-১০ এর মতো ঐতিহাসিক একটি আসন দেয়ার জন্য।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন