হোম অন্যান্যলাইফস্টাইল ‘মানুষকে হত্যার বোমা আছে কিন্তু বাঁচানোর জন্য মাস্ক নেই’

 অনলাইন ডেস্ক :

অন্য দেশে হামলা চালানোর জন্য আমাদের দেশের সরকারের কাছে নানা ধরনের বোমা আছে কিন্তু নিজের জনগণকে রক্ষা করার জন্য পর্যাপ্ত মাস্ক নেই। আমেরিকার একটি নিউজ ওয়েব পোর্টালে এসব মন্তব্য করা হয়েছে।

কমন ড্রিমস আরো লিখেছে, এ কারণে মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসকেও ট্রাম্প রাজনৈতিক মাপকাঠি দিয়ে পরিমাপ করেছেন। প্রথমে তিনি করোনাভাইরাসকে গুরুত্ব না দিয়ে আমেরিকায় এটির ছড়িয়ে পড়ার খবরকে ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে উল্লেখ করেন। এরপর তিনি যখন পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করেন তখন অনেক দেরি হয়ে গেছে।

মার্কিন ওয়েব পোর্টালটির বিশ্লেষণে আরো বলা হয়েছে, ততদিনে আমেরিকার অবস্থা এতটা নাজুক হয়ে গেছে যে, করোনাভাইরাস বিরোধী লড়াইয়ের সামনের সারির যোদ্ধা- নার্সরা মাস্কের পরিবর্তে ওড়না দিয়ে নাক-মুখ বেধে রোগীর সেবায় নিয়োজ হয়েছেন।

আমেরিকায় যখন সামান্য মাস্কের এত অভাব তখন আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, ইয়েমেন, সোমালিয়া ও পশ্চিম আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ হত্যার জন্য আমাদের অস্ত্রাগারের রয়েছে ৫০০ পাউন্ড ও এক হাজার পাউন্ডের অসংখ্য বোমা।

কমন ড্রিমস আরো লিখেছে, করোনা মোকাবিলায় আমেরিকার অবস্থা এখন এতটাই শোচনীয় যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার ব্যবহারের জন্য তৈরি করা মাস্ক বারবার ব্যবহার করার জন্য হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছেন।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৫৪০ জন। আক্রান্ত ৪২ হাজার ৬০০। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। পার্স টুডে।

সূত্র-ইত্তেফাক

সম্পর্কিত পোস্ট

মতামত দিন